বন্ধু এত ভয়ংকর হতে পারে?
একসঙ্গে মুদি দোকানে চাকরি করার সুবাদে মো. সুমন ও সোহেল হোসেনের পরিচয়। সময়ের সঙ্গে গড়ে ওঠে টগবগে এ দুই যুবকের পরম বন্ধুত্ব। রাত-দিন গল্প-আড্ডায় তাদের একসঙ্গে কেটেছে। পরিবারের সুখ-দুঃখও একে অন্যকে জানিয়েছে। পরিবারের কথা বলে সুমনের কাছ থেকে সোহেল টাকা ধার নেয়। এর মধ্যে অনিয়মের কারণে দোকান থেকে সোহেল এক মাস আগে চাকরিচ্যুত হয়। অভাব-অনটনে … Read moreবন্ধু এত ভয়ংকর হতে পারে?